
নড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের উপজেলায় নড়িয়া থানায় সম্প্রতি বর্বরোচিত হামলার ঘটনাকে কেন্দ্র করে এবং ঘটনাটি নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে নড়িয়া উপজেলা ছাত্রদল।
শনিবার (১০ মে) বিকাল ৫ ঘটিকায় নড়িয়া বাজারের কেন্দ্রীয় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাতুলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, “নড়িয়া থানায় যে হামলা হয়েছে তা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং নির্মম। অথচ এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি চক্র মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।”
তারা আরও জানান, এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, পাশাপাশি অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা রাখেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।