সবার কথা বলে

জয়পুরহাটে পাঁচবিবি থানার এসআইকে হাত ও পায়ে ছু”রি”কা”ঘা”ত, গ্রে ফ তা র

0 8
জয়পুরহাটে পাঁচবিবি থানার এসআইকে হাত ও পায়ে ছুরিকাঘাত, গ্রেফতার ২ জন।

এমএ মোতালেব প্রধান

পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি থানার আলমগীর কবির নামে থানার পুলিশের উপ পরির্দশক (এসআই) এর ডান হাত ও পায়ে ছুরিকাঘাতের ঘটনায় বেলাল ও রাফি নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের এসআই আলমগীর ( ১১ মে  রোববার ) সন্ধ্যার আগে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিরার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে পাঁচবিবি পাটাবুকা ও জয়পুরহাট সদর এলাকা থেকে ছুরিকাঘাত কারী বেলাল ও রাফি দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন জানান, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, পাঁচবিবি এলাকায় তিন-চার বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গতকাল শনিবার ওই নারীকে তাঁর তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন। ওই নারী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯–এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করেন। সেটি অমীমাংসিত ছিল। রবিবার বিকেলে আবার সেখানে গিয়ে ঘটনাটি সমাধান করে ফিরছিলেন। এ সময় আলমগীর কবীরকে পেছন দিক থেকে আঘাত করেন। আলমগীর করির বাদী হয়ে মামলা করেছে ও গভীর রাতে অভিযান চালিয়ে বেলালো রাফি নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.