সেতুর জমি দখল করে অবৈধ পাকা মার্কেট নির্মান, প্রশাসনের অভিযান।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুর নড়িয়া কীর্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা নির্মাণাধীন সেতুর নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ মে) শরীয়তপুর নড়িয়া উপজেলা নড়িয়া পৌরসভা ও মোক্তারের চর ষংযোগে পুন নির্মিত কীর্ত্তিনাশা নদীর উপর ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা সেতুর পুর্ব পাসে সন্ধ্যা ৭টার দিকে নড়িয়া বাজার সংলগ্ন অংশে এ অভিযান পরিচালিত হয়।
এসময় অভিযানটি নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সেতুর নিচে বিআইডব্লিউটিএ'র নামে রেকর্ডকৃত সরকারি জমির উপর একটি প্রভাবশালী মহল পাকা মার্কেট নির্মাণ করে আসছিলো। প্রশাসনের পক্ষ থেকে তাদের একাধিকবার নোটিশ প্রদান করেও দখলদারদের সরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সরকারি জায়গা দখলমুক্ত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।