
ফেনীর মহিপাল গণহত্যা মামলার আসামী সোনাগাজী উপজেলা যুবলীগের সহ সম্পাদক লিটন গ্রেফতার।
আজগর হোসাইন আতিক (ফেনী):
ফেনীর মহিপাল গণহত্যা মামলার আসামী সোনাগাজী উপজেলা যুবলীগের সহ সম্পাদক লিটকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
বিস্তারিত তথ্যে জানা যায়, ফেনীর সোনাগাজীতে সদ্য নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের সহ সম্পাদক নুর ইসলাম লিটন মেম্বারকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্র দল কর্মী তনময় ও রবিনের বিরুদ্ধে।
নুর ইসলাম লিটন সোনাগাজী উপজেলা যুবলীগের সহ সম্পাদক ও চরছান্দিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মতিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ তাকে গ্রেপ্তারের করে ফেনী বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিরুদ্ধে হামলা -মামলায় আদালতে প্রেরণ করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফেনী থেকে সিএনজি অটোরিক্সায় যুবলীগ নেতা লিটন বাড়ি ফেরার পথে ডাকবাংলা পৌঁছলে চরছান্দিয়া ইউনিয়নের ছাত্রদল কর্মী তন্ময় ও সদর ইউনিয়নের রবিনের নেতৃত্বে ৪/৫ জন পথরোধের চেষ্টা করে। সিএনজিযোগে দ্রুত বাড়ি পৌঁছার চেষ্টা করলে তারা মতিগঞ্জ বাজারে সিএনজি সহ যুবলীগ নেতা লিটনকে আটক করে। পরে তারা তাকে মারধর করে থানায় নিয়ে পুলিশে সোপর্দ করার চেষ্টা করলে, শারিরিক অবস্থা খারাপ দেখে পুলিশ তাকে গ্রহন না করায়, চিকিৎসার জন্য সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যায়। চিকিৎসা শেষে লিটনকে বাড়িতে নিয়ে যাওয়ার পর পুলিশ তাকে ওই রাতেই গ্রেপ্তার করে।
যুবলীগ নেতার পরিবারের দাবী ও অভিযোগ উঠেছে, যুবলীগ নেতার কোটি টাকার মৎস্য প্রকল্প ও ব্যবসা বাণিজ্য হাতিয়ে নিতে তার ওপর হামলা করে জোর পূর্বক স্ট্যাম্প আদায় করেছে হামলাকারীরা।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানায়, ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা – মামলায় লিটনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।