
সোনাগাজীতে সিটি স্কুল ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন।
আজগর হোসাইন আতিক
সোনাগাজী (ফেনী):
সোনাগাজী উপজেলা অডিটোরিয়ামে সোমবার (১৯ মে ২০২৫) সকালে এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশন কর্তৃক “বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫”।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সাদিকা সাবরিন আলিশা, পঞ্চম শ্রেণির ছাত্রী, সোনাগাজী সিটি স্কুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব নিজাম উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক, সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৪।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন: নাসির উদ্দিন নোমানী, প্রিন্সিপাল, হাজী পাড়া ইবতেদায়ী মাদ্রাসা,
মাস্টার আব্দুল আলী, সহকারী শিক্ষক, সোনাগাজী সরকারি হাই স্কুল, মাওলানা এ.এস.এম জিয়াউল হক, সিনিয়র শিক্ষক, দৌলতকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা,
হাফেজ সাইফুল্যাহ, প্রধান শিক্ষক, তা’লিমুল কুরআন মাদ্রাসা শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশে বক্তব্য রাখেন মাহফুজা আক্তার (৫ম শ্রেণি, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাতেমা ইয়াছমিন, প্রধান শিক্ষক, ভুইয়া বাজার কে আলম ইসলামী একাডেমী।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিল্পী ছামিন ইয়াসার ইফাজ।
সংবর্ধিত অতিথিদের আলোচনায় অংশগ্রহণ করেন:
নজরুল ইসলাম তুষার (তরুণ সংগঠক), বেল্লাল হোসেন (সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ফেনী), মাওলানা আব্দুল লতিফ (অধ্যক্ষ, মিল্লাত মডেল মাদ্রাসা), মো: আব্দুল মোমিন (প্রধান সমন্বয়ক, ইয়ুথ সার্কেল), সোনাগাজী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান, বেলায়েত হোসেন হারুন, সাংবাদিক ওমর ফারুক (এনটিভি), আবুল হোসাইন তাওহীদ, এমদাদ হোসেন তাওহীদ, নজরুল বিন মাহমুদুল, মো: তাওহীদ হোসেন, হাফেজ হিজবুল্লাহ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রহিম উল্যাহ চৌধুরী (চেয়ারম্যান, উপমা ফাউন্ডেশন), ওয়াহিদুর রহমান (সহকারী উপজেলা শিক্ষা অফিসার) প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, এসএম তাহেরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, সোনাগাজী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী, হাজীর মিষ্টি মেলার স্বত্বাধিকারী মো: রিয়াদ হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো: আকবর হোসাইন, চেয়ারম্যান, সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশন এবং প্রধান শিক্ষক, সোনাগাজী সিটি স্কুল।
অনুষ্ঠানে জানানো হয়, সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৪-এ প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধা ও সাধারণ বৃত্তি মিলিয়ে প্রায় ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানো ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে বলা হয়, “ফুলের মতো পরিস্ফুটিত হোক তোমাদের জীবন মেধার মূল্যায়নে রবে সিটি স্কুল ফাউন্ডেশন সৃজনে মননে অবারিত ফুলের সমারোহ
সোনাগাজী সিটি স্কুল ফাউন্ডেশন আলোকিত হলো।”