সমাজের হালচাল প্রকাশিত: জুন ১২, ২০২৫ 0 3 Share সমাজের হালচাল বিপুল চন্দ্র রায় এক সময় খুব বদমাইশ হয়ে দেখেছি_ লোকজন ভয়ে সামনে সালাম দেয়, আবার পিছন থেকে গালিও দেয়। ধোয়া তুলসী পাতা হয়ে দেখেছি_ শীলপাটায় পিষে শুধুই রস টুকু নেয়, প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দেয়। গরীব হয়ে দেখেছি অন্যায় অত্যাচার জুলুম কেননা গরীবের টাকাহীন জীবন কাগজের ঠোঙ্গার মতন। এ কারণে ধনী-গরীবের বৈষম্য বাড়ে প্রতিদিন, আশা-আকাঙ্ক্ষার ভিড়ে মূল্যবোধ হয় ক্ষীণ। খারাপের ভিড়ে জ্ঞানী-গুণী নিশ্চুপ এই দুনিয়ার মানুষ_ ভালো মানুষের কদর বোঝেনা তাইতো আজকাল মূর্খরা করে সমাজ শাসন, ক্ষমতার পাওয়ার যে, কে কাকে করবে বারণ। আজকাল যে সমাজের হালচাল সুন্দর এক সমাজের অপেক্ষায়, আর কতকাল!