সবার কথা বলে

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হা ডু ডু খেলা অনুষ্ঠিত 

0 6

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হা ডু ডু খেলা অনুষ্ঠিত। 

শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকালে সদর উপজেলার ঘোলঘর নদীরপাড়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন, আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহম্মেদ খান। এসময় বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার, মাস্টান শাহীন মাদবর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান মিল্লাত, কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন সরদার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবদল নেতা শাহাদাত সরদার, তরুন সমাজ সেবক শিশির সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহবায়ক ইমরান আল নাজির, সাবেক মেম্বার জুলহাস মাদবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, রেফারি আসাদুল্লাহ মৃধা ও দেলোয়ার সরদার, সহকারী রেফারী কামাল বাঘা, জিয়াউর সরদার, তোতা সরদার, আলমগীর সরদার।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন,
হা-ডু-ডু খেলাটি আমাদের এলাকা থেকে হাড়িয়ে যেতে বসেছিল। ঐতিহ্যবাহী এ খেলার আয়োজন করায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজন করায় ধন্যবাদ জানাই। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যহত রাখার আহবান জানাচ্ছি।

আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহম্মেদ খান ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান শাওন বলেন,
আমাদের ফাউন্ডেশন সবসময় এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে চলছে। এছাড়াও এলাকার মানুষের বিনোদনের জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। এবার আমাদের দেশের জাতীয় খেলা হা ডু ডুর আয়োজন করা হয়েছে। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.