সবার কথা বলে

ঝর্ণায় ঘুরতে এসে ফিরে গেলো লা*শ

0 9

ঝর্ণায় ঘুরতে এসে ফিরে গেলো লাশ।

জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার: (মিরসরাই, চট্টগ্রাম):

বন্ধুদের সাথে ঈদের ছুটি কাটাতে আসে লাশ হয়ে ফিরে গেলেন চট্টগ্রাম ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্র আসিফ।

মিরসরাইয়ের রূপসী ঝর্ণায় আজ রবিবার সকালে ঘুরতে আসেন আসিফ উদ্দিনসহ ৫ বন্ধু। চার বন্ধু বাড়ি ফিরতে পারলেও এক বন্ধু ফিরেন লাশ হয়ে।

১৫ই জুন রবিবার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার অত্যান্ত জনপ্রিয় রূপসী ঝর্ণায় এ ঘটনা ঘটে। ঘুরতে এসে ঝর্ণায় বৃহৎ গভির একটি কূপে ডুবে মৃত্যু হয়।

সকালে বন্ধুদের সাথে ঘুরতে আসে আসিফ। হাস্যজ্জ্বল আসিফ খুব আনন্দের সাথে সাকলে ঘুরতে এসে বন্ধুদের সাথে ছবি তুলে নিজের প্রোপাইলে পোস্ট করেন আসিফ। কিন্তু কে জানতো এটি ছিলো তার জীবনের শেষ পোস্ট। ঝর্ণায় আনন্দ করতে করতে দুপুর ১২টার দিকে হঠাৎ গভির কূপে পড়ে যায় আসিফ। কিছুক্ষণ পরে পাওয়া যায় তার মৃত দেহ। বন্ধু ও অন্যান্য দর্শনার্থীরা উদ্ধার করে তার মৃত দেহটি। মুহুর্তের মধ্যে শেষ হয়ে যায় তাজা একটি প্রাণ।

আসিফ চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী কামাল গেইট এলাকার গোলাপের পুত্র এবং চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘুরতে এসে লাশ হয়ে ফিরে যাওয়াটা পরিবারের জন্য খুব বেদনাদায়ক। কিন্তু যুবক শ্রেণী তা কতটুকুই বা বুঝেন। ঘুরতে অসতর্ক হয়ে চলাফেরা এবং নির্দিষ্ট নিরাপত্তা না রেখে বা অপরিচিত জায়াগায় এসে সাবধানে না চলাটাই এসব মৃত্যুর কারন, এমন টাই জানান এলাকার স্থানীয় বিশেষজ্ঞরা। তারাও এটাও বলেন সরকার থেকে এসব পর্যটন এলাকা গুলোতে সঠিক গাইডলাইন তৈরী করে বিপদজনক জায়গাগুলোতে বেস্টনি দেওয়া বা চিহ্নিত করে দিলেই এই দূর্ঘটনাগুলো ক্রমশই হ্রাস পাবে। না হয় যে ভাবে জনপ্রিয়তা বাগতেছে মানুষের ঢল নামছে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটার আশংকা থেকেই যায়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.