
সোনাগাজী সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ।
আজগর হোসাইন আতিক – সোনাগাজী
সংবাদের পাতা:
বৃহস্পতিবার ১৯ জুন সোনাগাজী সরকারি কলেজ অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠান। সকাল ১০:৩০ টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেড় শতাধিক এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
কলেজ সভাপতি আরাফাতুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফেনী জেলা শাখার কলেজ সম্পাদক মোঃ ইয়াছিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী আদর্শ শাখার সভাপতি রফিক উদ্দিন নোবেল, সাবেক কলেজ সভাপতি মুজিবুর রহমান এবং শাহীনুর হোসাইন।
এই উপলক্ষে বক্তারা শিক্ষার্থীদের ধারাবাহিকতার মাধ্যমে নিজেদের উন্নয়নের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেন। বক্তারা উল্লেখ করেন, “শিক্ষা প্রতিটি মানব জীবনের জন্য অপরিহার্য। শিক্ষার আলোই আমাদের কর্মময় জীবনে পথ দেখায়।”
অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দসহ ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং তারা আরো ভালোভাবে তাদের শিক্ষার পথে এগিয়ে যেতে পারবেন বলে মনে করছেন আয়োজকরা।
শেষে, উপস্থিত সকলের জন্য দোয়া অনুষ্ঠিত হয়, যাতে আল্লাহ তাদের সাফল্য দান করেন।