সবার কথা বলে

নোয়াখালীতে আ”ক”স্মি”ক ট/র্নে/ডো: ঘরবাড়ি-গাছপালা ল*ণ্ড*ভ*ণ্ড

0 5

নোয়াখালীতে আকস্মিক টর্নেডো: ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড।

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে আকস্মিক এক টর্নেডোর (ঘূর্ণিঝড়ের মতো ভয়াবহ ঝড়) তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে বেশ কয়েকটি বাড়ি ও গাছপালা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রবল টর্নেডোতে উপড়ে পড়া গাছ বসতঘরের উপর পড়ে ভেঙে দিয়েছে ঘরের টিন। এতে অন্তত ৫-৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, সকালে প্রবল বাতাস ও ঝড়ো আবহাওয়ার মধ্য দিয়ে পূর্ব চরবাটার ৫নং ওয়ার্ডের হাবিবিয়ার দক্ষিণ পাশে হঠাৎ করেই টর্নেডোর মতো ভয়াবহ ঝড় বয়ে যায়। এতে এলাকার বেশ কিছু বড় বড় গাছ উপড়ে গিয়ে বাড়ির উপর পড়ে। মুহূর্তেই কয়েকটি বসতঘর ধসে পড়ে এবং বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত বাসিন্দা নুরনবী জানান, “ঝড়টা এত দ্রুত এসেছিল যে কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরের উপর বড় গাছ পড়ে গেল। আমরা কোনোমতে প্রাণ নিয়ে বের হতে পেরেছি।”

ক্ষতিগ্রস্ত আরেক বাসিন্দা নুর মাওলা জানান, ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমুজুর। বসতঘর ছাড়াও গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে গেছে। এতে ওইসব কৃষক ও দিনমুজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা বলেন, “আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছি। টর্নেডোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সারা দেশে টানা বর্ষণের পাশাপাশি কোথাও কোথাও হঠাৎ টর্নেডো বা ঝড়-বৃষ্টি হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক জায়গায় গাছপালা ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.