
ঘড়িষার ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. তাজিম দেওয়ান এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তাকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চলছে।
সোমবার ২৩ জুন দুপুর ১টার সময় স্থানীয় একটি ব্যবসায়ীর দোকানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ইউনিয়ন শ্রমিক দলের দায়িত্বে থাকায় একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে ফেসবুক ও কিছু মিডিয়ায় উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে।”
তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিষয়টি তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন এবং প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন।
এ সময় স্থানীয় কয়েকজন নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তবে এবিষয়ে নড়িয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি, সাইফুল ইসলাম শিকারি বলেন, তাজিম দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে রাজনৈতিক ভাবে শ্রমিক দলের সাথে সে সক্রিয় ভাবে জরিত। তার বিরুদ্ধে অপপ্রচার করায় তিনি তিব্র নিন্দা জানান।