সবার কথা বলে

বালিয়াডাঙ্গীতে ব*জ্র*পাতে এক কৃষকের মৃ*ত্যু, আ হ ত ২

0 4

বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ২

মোঃ সাইফুল ইসলাম

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়ায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলী ওই এলাকার মৃত দেবারু হোসেনের ছেলে। তার ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।

আহতরা হলেন- একই এলাকার মশিউর (৩৫) ও সাব্বির (১৩)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ধানের চারা রোপণ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। এ সময় মোহাম্মদ আলীর সঙ্গে থাকা মশিউর ও তার ছেলে সাব্বির আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.