সোনাগাজীতে এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা: নেতৃত্বে আবদুল্লাহ আল মামুন।
আজগর হোসাইন আতিক
সোনাগাজী (ফেনী):
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেনীর সোনাগাজী উপজেলায় নতুন করে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (২০ জুন) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতাউর রহমান ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবদুল্লাহ আল মামুন। এছাড়া যুগ্ম সমন্বয়ক করা হয়েছে মোশাররফ হোসেন, জিয়াউল উদ্দিন এবং আবদুল্লাহ মনিরকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ওবায়দুর ফারুক, জিয়া উদ্দিন বাবুল, আবুল হাসনাত তাওহীদ, মাহির উদ্দিন ও আলা উদ্দিন প্রমুখ।
নবগঠিত সমন্বয় কমিটিতে আরও রয়েছেন: উদয়ন, ছালাউদ্দিন, হাফেজ হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ নুর নবী, ইসমাঈল হোসাইন, মো. রাজু, ইনজিনিয়ার আলা উদ্দিন, মো. নোমান উদ্দিন, মো. আবু সালেহ, সাকিব ইসলাম ও বাহরাইন ইসলাম।
এই কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।
প্রধান সমন্বয়ক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,
"আমাদের দেশে জুলুম, দুর্নীতি আর স্বজনপ্রীতির বেড়াজালে মানুষের মত প্রকাশের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সাধারণ জনগণ যেন তাদের ভোটাধিকার ও নাগরিক অধিকার ফিরে পায়। এনসিপি সেই আন্দোলনের প্ল্যাটফর্ম হবে।"
তিনি আরও জানান, “সোনাগাজীতে সংগঠনকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে সোনাগাজীতে এনসিপি হবে একটি দৃশ্যমান রাজনৈতিক শক্তি।”
প্রসঙ্গত, এনসিপির জেলা আহ্বায়ক সুজা উদ্দিন মিজির প্রত্যক্ষ তত্ত্বাবধানে নবগঠিত সোনাগাজী উপজেলা সমন্বয় কমিটি দায়িত্ব পালন করবে এবং খুব শিগগির একটি পুলিশি অনুমোদিত কমিটিও গঠন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।