প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মুলক সেমিনার।
স্টাফ রিপোর্টার
জামালপুর:
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর অর্থায়নে এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর বাস্তবায়নে ২৪ জুন শেরপুর জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে “একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব” শীর্ষক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় প্রথম ক্যাম্পেইনটি হয় মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ে। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাসনাহেনা ও সহকারি শিক্ষিকা তাহমিনা ।
দুপুর ২টায় দ্বিতীয় ক্যাম্পেইনটি হয় কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ে। প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক মোঃ এনায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মাহমুদা মোস্তাক ও মোঃ আজিজুর রহমান।
উভয় অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব, গৌতম চন্দ্র চন্দ, বিভাগীয় সমন্বয়কারী, বেলা (ঢাকা ও ময়মনসিংহ)।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, “একবার ব্যবহার্য প্লাস্টিক পরিবেশের জন্য চরম ক্ষতিকর। এটি মাটি, পানি ও জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ।”
তারা শিক্ষার্থীদের বিকল্প ব্যবহার ও পরিবেশবান্ধব জীবনের প্রতি উদ্বুদ্ধ করেন।
এই উদ্যোগে স্থানীয় শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।