সবার কথা বলে

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে ফেনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0 12

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে ফেনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

আজগর হোসাইন আতিক – ফেনী:

“মাদক নয়, জীবন হোক সুন্দর” — এই প্রতিপাদ্যে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫”। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খালেদ মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, র‍্যাব, বিজিবি, স্কাউটস, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আলোচনায় বক্তারা মাদকের ভয়াবহতা ও সামাজিক ক্ষতিকর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের মাদকবিরোধী কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছবি থেকে দেখা যায়, সম্মাননাপ্রাপ্তরা হাতে স্মারক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগ মাদকবিরোধী আন্দোলনকে আরো বেগবান করবে এবং সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.