সবার কথা বলে

ছাদ নেই,বাগান নেই তবুও বাদ যায়নি প্রশিক্ষণ থেকে

0 16

ছাদ নেই,বাগান নেই তবুও বাদ যায়নি প্রশিক্ষণ থেকে।

আজগর হোসাইন আতিক – ফেনী:

সোনাগাজী উপজেলা কৃষি অফিসারের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সম্প্রতি যাদের ছাদ বাগান রয়েছে তাদের ছাদ বাগানের তিনটি ছবি সহ প্রশিক্ষণের জন্য রেজিষ্ট্রেশন করার আহ্বান জানান। সেই পোষ্টে যাদের ছাদ বাগান নেই তাদের উক্ত পোস্টটি এড়িয়ে গিয়ে যাদের তুলনামূলক বড় ছাদ বাগান আছে তাদের নাম প্রস্তাব করার আহ্বান জানান।


ফেসবুকে পোষ্টে এমন আহ্বান জানালেও বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। গত দুই দিনে যারা ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণ নিয়েছে তাদের অধিকাংশের ছাদ বাগান নেই। এছাড়াও বেশ কয়েকজনের বাগান থাকা তো দুরের কথা ছাদও নেই।অথচ তারাও পেয়েছেন ছাদ বাগান বিষয়ক প্রশিক্ষণ।

মিজানুর রহমান নামে একজন বলেন,এরকম অনেক প্রকল্প আছে, যেটার মাধ্যমে মানুষের কোন কল্যাণ নাই। শুধু শুধু রাষ্টের টাকা অপচয় করা। সামান্য কিছু মুখরোচক কথাবার্তা
দায়সারা বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করে চলে যাওয়া। বাস্তবে এগুলো নিয়ে কেউ ফ্যক্টিস ও করেনা কর্মকর্তা কর্মচারীরা ও বছরে একবার দিবস পালনের মাধ্যমে সীমাবদ্ব থাকে।

আব্দুর রাজ্জাক নামে একজন বলেন, নির্দিষ্ট কিছু লোক ছাড়া কারো সাথে সম্পর্ক রাখে না, কৃষকদের কে এড়িয়ে যায় যারা কৃষক নয় তাদের সাথে সম্পর্ক রাখা হয়।

ওয়াহিদ নামে একজন বলেন, সোনাগাজীর কোন কৃষি কর্মকর্তা কখনো জুতা খুলে মাঠে নেমেছে কিনা একটু খবর নিয়ে দেখেন। তারা কৃষি কার্ড বিতরণ করে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে। কৃষিকর্মকর্তাদের আন্তরিক প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে আমাদের কৃষকেরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সুতারাং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
আরেকজন বলেন,কৃষকদেরকে নিয়ে প্রতি মাসে প্রতিটা ইউনিয়নে মিটিং করা কোন মিটিং অনুষ্ঠিত হয় না, সব ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে অফিসের লোকেরা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.