
পাঁচবিবিতে পূর্বের শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে হত্যা।
এম এ মোতালেব প্রধান
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে।
২৫ জুন সকাল ০৯ ঘটিকার সময় পাঁচবিবি পৌরসভাধীন ৯নং ওয়ার্ড হরিহরপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম কিনা(৪৫) মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এ সময় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী আরিফ হোসেন (২০) পিতা মোঃ কামাল হোসেন, সাং পুটারবিল, থানা পাঁচবিবি জেলা জয়পুরহাট, পিছন দিক থেকে এসে স্বেচ্ছাসেবক দল নেতাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে, একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর জখম হলে ঘটনা স্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জয়পুর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে
অবস্থার অবনতি হলে গতকালই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬ শে জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ শুনে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন এবং সন্ত্রাসীকে দূরত্বতম সময় গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।