সবার কথা বলে

এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেস্ক সেবা চালু

0 15

এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেস্ক সেবা চালু।

আজগর হোসাইন আতিক

সোনাগাজী – ফেনী:

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা ও সেবার উদ্দেশ্যে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল এক মানবিক উদ্যোগ হিসেবে হেল্প ডেস্ক চালু করেছে। কলেজ ক্যাম্পাসে স্থাপিত এ ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানির বোতল, কলম, প্রবেশপত্র সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সম্রাটের নেতৃত্বে এই হেল্প ডেস্ক পরিচালিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকেই ছাত্রদলের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা করে চলেছেন। পরীক্ষার্থীদের মাঝে সুষ্ঠু পরিবেশ ও সহমর্মিতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে।

ছবিতে দেখা যাচ্ছে, ছাত্রদলের একদল কর্মী দায়িত্বশীলভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। সেবার টেবিলে রয়েছে পানির বোতল, পরীক্ষার সময়সূচি, প্রয়োজনীয় লেখা সামগ্রী ও তথ্যবক্স।

সভাপতি সম্রাট জানান,”এইচএসসি পরীক্ষার্থীরা যেন কোনো রকম হয়রানি ছাড়াই পরীক্ষা দিতে পারে, এজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা এ ধরনের সহযোগিতা চালিয়ে যাব।”

এই উদ্যোগ শুধু একটি ছাত্রসংগঠনের সেবামূলক কর্মসূচিই নয়, বরং শিক্ষার্থীবান্ধব মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.