ফেনী জেলা রোভার স্কাউটস ত্রি-বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন।
ফেনী প্রতিনিধি - সংবাদের পাতা:
রোভার স্কাউটস ফেনী জেলা কমিটির নির্বাচন ও ত্রি-বার্ষিক সাধারণ সভা সোমবার (৩০ জুন) দুপুর ১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (ডিসি কনফারেন্স রুম) অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ কমিটির সভাপতি ও ইউনিট লিডারগণ অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় উপস্থিতিতে নির্বাচনটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রফিক আহমেদ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর মাহবুবুল করিম, প্রফেসর টুটুল কান্তি সাহা এবং শেখ মো. আব্দুল হান্নান।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ এনামুল হক ও নুরুল আফছার।
কমিশনার পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর মো. এনামুল হক খন্দকার এবং কোষাধ্যক্ষ হয়েছেন মো. জয়নাল আবেদীন।
গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি (নিয়ন্ত্রিত গ্রুপ) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন এবং নিয়ন্ত্রিত গ্রুপের RSL প্রতিনিধি হয়েছেন মো. শাহ আলম।
মুক্তদল থেকে RSL প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আজগর হোসাইন এবং ALT (Assistant Leader Trainer) প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন একেএম মজিবুর রহমান।
নির্বাচন শেষে নবনির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে স্কাউট কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।