
হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ঘড়িষার ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিল।
এম এ জব্বার – সংবাদের পাতা:
দীর্ঘ ৯ বছর পর ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৪ জুলাই বিকেলে ঘড়িষার ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হন।
এসময় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে প্রদান করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক – শফিকুল ইসলাম শান্ত।
মিছিলটি ঘড়িষার ইউনিয়নের বাংলা বাজার থেকে শুরু করে সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও অনান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “এই কমিটি ঘড়িষার বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে নতুন গতি দেবে।”
নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব মিছিলপূর্ব বক্তব্যে বলেন, “আমরা তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে স্বেচ্ছায় গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করব।”
এ সময় চারপাশ ছিল স্লোগানে মুখরিত, আর নেতাকর্মীদের মুখে ছিল বিজয়ের উচ্ছ্বাস।