সবার কথা বলে

নরুন্দিতে স ন্ত্রা সী হা/ম/লা/য় ৫ জন গুরুতর আ হ ত

0 7

জামালপুর সদর উপজেলার নরুন্দিতে সন্ত্রাসী হামলায় ৫ জন গুরুতর আহত হয়ে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এমদাদুল হক – সংবাদের পাতা:

জামালপুর সদর উপজেলার নরুন্দি বীলপাড় এলাকায় রাজ মাহমুদ এর ছেলে কফিল, মফিজ সহ আরোও ৩০ /৪০ জনের পরিকল্পিত হামলায় হাসনা খাতুন, জরিনা বেগমসহ ৫ জন আহত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক থাকায় এদের ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

আহত হাসনা খাতুন এর পরিবার জানান, রাজ মাহমুদ এর ছেলে কফিল, মফিজ, বাবু, বিপুল, বিশাল, রনি বেগম, বুলি বেগম, কল্পনা খাতুন সহ আরও অনেকেই আমাদের ঘরে উঠাইয়া মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে।

তিনি আরও জানান, এর আগেও বাড়ীঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল সেই মামলায় জেল হাজতে গেলেও জেল থেকে জামিনে আসার পরই এই ঘটনা ঘটায়, ঘটনার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.