
বৃষ্টি নামুক তোমার শহরে
জিৎ মন্ডল
বৃষ্টি নামুক প্রবল বৃষ্টি নামুক
কংক্রিটে মোড়ানো এই শহরে
শীতল হোক রৌদ্র দগ্ধ দিন গুলো,
প্রশান্তি আসুক প্রতিটা মানুষের জীবনের ভাঁজে।
ঘামে ভেজা প্রিয়সীর মলিন ঐ মুখ
ফুটে থাক বকুলের হাসিতে।
বৃষ্টি নামুক প্রবল বৃষ্টি নামুক
আমার প্রেমিকার পথ চলা এই শহরে।
মুছে যাক হৃদয়ের যত গ্লাণী
যত খুনসুটি আর অভিমান,
মুছে যাক না পাওয়া প্রেমের
গোপনে রাখা অভিধান।
বৃষ্টি নামুক প্রবল বৃষ্টি নামুক
ভিজে যাক প্রিয়সীর গোছা ভরা চুল।
চুকে যাক অবেলায় ভালোবাসা বাসির
চিরন্তন কিছু ভুল।