
সখিপুর টু ঢাকা রুটে যাত্রা শুরু করলো নড়িয়া–সখিপুর পরিবহন লিমিটেড।
এম এ জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুর জেলার নড়িয়া সখিপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নড়িয়া–সখিপুর পরিবহন লিঃ এর নতুন বাস সার্ভিস। শুক্রবার, ১ আগস্ট সকাল ৬:৩০ মিনিটের সময় সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে ও শরীয়তপুর জেলার কার্তিকপুর বাজার হতে দোয়া আয়োজনের মধ্যে দিয়ে এই বাস সার্ভিসের উদ্বোধন ঘোষণা করা হয়।
চরাচলের নতুন রুট হচ্ছে, কার্তিকপুর, ঘড়িষার আঃ পাগলার মোড়, চাকধ, নড়িয়া, ভোজেশ্বর, জাজিরা, কাজিরহাট, নাওডোবা, চুনকুটিয়া, বাবু বাজার, গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেট পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এই রুটে প্রতিদিন নির্ধারিত সময়ে যাত্রীসেবা চলবে বলে জানান কতৃপক্ষ।
পরিবহন সংস্থার চেয়ারম্যান মাস্টার শাহিন হাওলাদার জানান, “আমরা যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সময়মতো যাত্রা ও নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা থাকবে।”
স্থানীয়দের মাঝে সাশ্রয়ী ও সরাসরি ঢাকাগামী পরিবহন চালু হওয়ায় স্বস্তি ও উৎসাহ দেখা গেছে।
এসময় নিরাপদ, আরামদায়ক ও সময়ানুগ ভ্রমণই আমাদের অঙ্গীকার এ কথা জানান পরিবহন সংস্থার পরিচালক শিপলু ইসলাম সেমল।
বাস সার্ভিস চালুর খবরে স্থানীয় যাত্রীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। এলাকার মানুষ আশা করছেন, এই পরিবহন ব্যবস্থা যাতায়াতের দুর্ভোগ কমাবে এবং ব্যবসা-বাণিজ্যেও গতিশীলতা আনবে।