সবার কথা বলে

নড়িয়ায় B.R.T.C বাস সার্ভিসের শুভ উদ্বোধন

0 18

নড়িয়ায় B.R.T.C বাস সার্ভিসের শুভ উদ্বোধন

এম এ জব্বার – সংবাদের পাতা:

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (B.R.T.C) এর নতুন বাস সার্ভিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুরে নড়িয়া উপজেলার কার্তিকপুর বাসস্ট্যান্ড থেকে ফিতা কেটে এই বাস সার্ভিসের যাত্রা শুরু হয়।

প্রতিদিন কার্তিকপুর থেকে নড়িয়া, ভোজেশ্বর, প্রেমতলা হয়ে ধোলাইপাড় ফ্লাইওভার দিয়ে গুলিস্তান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড নিয়মিত যাতায়াত করিবে এই পরিবহণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটি (বি,এন,পি) জনাব মহিউদ্দিন আহম্মেদ ঝিন্টু এবং সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি – জনাব কর্ণেল (অঃ) এস. এম ফয়সাল আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল শরীয়তপুর জেলা শাখা – সাজ্জাদ হোসেন মামুন, সাবেক সভাপতি নড়িয়া উপজেলা বি,এন,পি – মোঃ আলী হায়দার খান, সাবেক সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর জেলা যুবদল – জুয়েল মাদবর।

তাছাড়া উদ্ভোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন, মোঃ নুরু শেখ, রেজাউল হাওলাদার, মোঃ হারুন খান, সোহেল খালাসী, স্বপন মীরবহরসহ আরো অনেকে।

এই বাস সার্ভিস নড়িয়া থেকে সরাসরি ঢাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে যাত্রী পরিবহন করবে। যাত্রীসেবার মান বৃদ্ধি ও নিরাপদ, সাশ্রয়ী ভ্রমণের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেন জানান কতৃপক্ষ।

এসময় স্থানীয় বাসিন্দারা জানান, “নড়িয়াবাসীর বহুদিনের চাওয়া পূরণ হলো। এখন রাজধানীতে যাতায়াত আরও সহজ হবে।”

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.