সবার কথা বলে

শরীয়তপুরে নড়িয়ায় ইউনিক এডুকেয়ার এর শুভ উদ্বোধন

0 30

শরীয়তপুরে নড়িয়ায় ইউনিক এডুকেয়ার এর শুভ উদ্বোধন।

এম এ জব্বার – সংবাদের পাতা:

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে শরীয়তপুরে নড়িয়ায় পন্ডিরসার কলেজ সংলগ্ন আঃ লতিফ প্রাজার ২য় তলায় যাত্রা শুরু করলো নতুন শিক্ষা প্রতিষ্ঠান “ইউনিক এডুকেয়ার”। শনিবার ২ আগস্ট বিকেলে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা। ফিতা কেটে ও মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানের পরিচালক মাছুম সরদার জানান, “ইউনিক এডুকেয়ার হবে একটি আদর্শ, নৈতিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান। শিশুর বুদ্ধিবিকাশ ও চরিত্র গঠনে আমরা আধুনিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাবো।”

এসময় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপস্থিত ছিলেন, পন্ডিতসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেম উদ্দিন মৃর্ধা।

আয়োজনে সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক – মাছুম সরদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূর ইসলাম – অবঃ সহকারী শিক্ষক পন্ডিরসার উচ্চ বিদ্যালয়, আমিনুল ইসলাম মোহন – সহকারী শিক্ষক, পন্ডিরসার উচ্চ বিদ্যালয়, গনেন কর্মকার – সহকারী শিক্ষক, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, আতিকুল ইসলাম – কর পরিদর্শক, জোবায়ের আহম্মেদ সজীব – ৪০তম বিসিএস নন কের্ডার প্রমুখ।

স্থানীয়রা জানান, ইউনিক এডুকেয়ারের মতো একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় স্থাপিত হওয়ায় তারা সন্তুষ্ট।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.