সবার কথা বলে

নড়িয়ায় আগামীকাল বিজয় র‌্যালির আয়োজন: ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উদযাপন করবে বিএনপি

0 24

নড়িয়ায় আগামীকাল বিজয় র‌্যালির আয়োজন: ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উদযাপন করবে বিএনপি।

এম এ জব্বার – সংবাদের পাতা:

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ৫ আগস্ট সকাল ১১ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে।

উক্ত র‌্যালির নেতৃত্বে থাকবেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব শফিকুর রহমান কিরণ।

র‌্যালিটি দুপুরে নড়িয়া পৌর এলাকার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করবে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষকদলসহ স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, “এই র‌্যালির মাধ্যমে জনগণের বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় আরও সুদৃঢ় হবে।”

আয়োজকরা সকল নেতাকর্মী ও জনসাধারণকে র‌্যালিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.