সবার কথা বলে

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে হাতিয়ায় জামায়াতের বিশাল শোডাউন

0 11

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে হাতিয়ায় জামায়াতের বিশাল শোডাউন।

মোঃএনায়েত হোসেন
স্টাফ রিপোর্টার:

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবস উপলক্ষ্যে বিশাল শোডাউন করেছে হাতিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (০৫ আগষ্ট) বিকেল ৪টায়, দিবসটি উপলক্ষ্যে র‌্যালিতে অংশ গ্রহণ করেন হাজারো মানুষ। এটি দীর্ঘ দিন পর জামায়াতের হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত বড় শোডাউন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলা নুর উদ্দিন মেশকাত, নোয়াখালী-৬ হাতিয়া আসনের জামায়াতের প্রার্থী এ্যডভোকেট শাহ মাহফুজুল হক,নায়েবে আমীর মাওলানা ইদ্রিস,হাতিয়া পৌর মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলামসহ আরও অনেকে।এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন সমূহ থেকে আশা নেতৃবৃন্দ। র‌্যালিটি উপজেলার ওছখালী পুরাতন বাজার থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা পুরাতন বাজারে এসে মিলিত হন। এ সময় পায়ে হেটে,ছোট ছোট টমটম গাড়িতে করে ওছখালি বাজারে এসে একত্রিত হয়।

র‌্যালি শেষে পরিষদ জামে মসজিদের প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, এ্যাডভোকেট শাহ মাহফুজুল হক,মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর প্রমুখ।

এদিকে জামায়াতে এই র‌্যালি উপলক্ষে প্রস্তুতি ছিল চোখে পড়ার মত। গত দুদিন থেকে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন শাখা গিয়ে পথসভা করেন। তাতে দূরের কমীরা কিভাবে আসবেন তা নির্ধারণ করা হয়। তবে দুপুরের পর পরই জামায়াতের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করতে দেখা গেছে উপজেলা সদরের প্রধান সড়কের দু পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের সবার মাথায় ছিল জামায়াতের লোগো লেখা ফিতা লাগানো। এসব স্বেচ্ছাসেবকরাই রাস্তার যানজট নিরসন করে র‌্যালিটির পথ সুগম করে দেয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.