
ফেনীতে গৌরবময় “গণঅভ্যুত্থান দিবস” পালিত — শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা।
আজগর হোসাইন আতিক - ফেনী :
৫ আগস্ট, “গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে ফেনী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক হৃদয়গ্রাহী ও গর্বিত আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। দেশের ইতিহাসে উল্লেখযোগ্য এই দিনটি স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং যোদ্ধাদের অবদানকে সম্মান জানাতেই এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, এবং স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মো. বাতেন।
এই আয়োজনে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই অভ্যুত্থানের সাহসী যোদ্ধাগণ অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক মহান মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন এবং শহীদদের আত্মত্যাগের স্মরণে নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সাহসিকতার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল দেশপ্রেম, কৃতজ্ঞতা ও ঐক্যের এক উজ্জ্বল প্রতিফলন। আয়োজন শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই আয়োজনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে জাতীয় ইতিহাস ও বীরদের স্মৃতি বাঁচিয়ে রাখা হবে।