
বালিয়াডাঙ্গীতে জুলাই গণ অভ্যুথ্যান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র্যালি, সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় জুলাই গণ অভ্যুথ্যান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র্যালি, সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাই গণ অভ্যুথ্যান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েল এবং উপজেলা বিএনপির তরুণ প্রজন্মের নেতা মোহিব অয়ন চৌধুরী নেতৃত্বে একটি আনন্দ র্যালি বেড় হয়ে বালিয়াডাঙ্গী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে বিজয় র্যালিটি শেষ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট ইউসুফ আলী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে আওয়ামীলীগের দুঃশাসনের আমলে ও আওয়ামীলীগ সরকারককে ক্ষমতা থেকে হটাতে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করেন।