সবার কথা বলে

জেলায় স্কুল পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন আল হেলাল একাডেমি

0 8

জেলায় স্কুল পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন আল হেলাল একাডেমি।

আজগর হোসাইন আতিক – ফেনী:

‘জুলাই বিদ্রোহ বিজয়ের উৎসব ২০২৫’ উপলক্ষে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উৎসবমুখর এই আয়োজনে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে আল হেলাল একাডেমি সোনাগাজী। “তারুণ্যের কন্ঠে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব” শীর্ষক বিষয়ে দলগত যুক্তিপূর্ণ উপস্থাপনার মাধ্যমে তারা বিচারকমণ্ডলীর মন জয় করে নেয়। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি, সনদপত্র ও উপহার সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক জনাব মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠকরা।

বক্তব্য পর্বে অতিথিরা বলেন, “জুলাই বিদ্রোহ ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে, এবং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।”

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শিক্ষার্থীদের উৎসাহ, প্রতিযোগিতার উত্তাপ ও বিজয়ের আনন্দ। বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, প্রশ্নোত্তর পর্ব এবং সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজক সংগঠন ‘ঢাকাঘরের নাট্য’ জানায়, “এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিচ্ছি। আগামী বছর আরও বড় পরিসরে এ উৎসবের আয়োজন করা হবে।”

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আগত দর্শকদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের নিয়ে তোলা হয় স্মৃতিময় দলীয় ছবি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.