সবার কথা বলে

সাংবাদিক তুহিন হ ত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

0 20

সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শরীয়তপুরে মানববন্ধন।

শরীয়তপুর প্রতিনিধি – সংবাদের পাতা:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এরআগে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল মল্লিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ’র সঞ্চালনায়
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব, দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, মানবজমিনের শেখ খলিলুর রহমান, যুগান্তরের কেএম রায়হান কবীর, চ্যানেল আইয়ের এসএম মজিবুর রহমান, নয়া দিগন্তের বোরহান উদ্দিন রাব্বানী,
প্রথম আলোর সত্যজিৎ ঘোষ, বাংলা ভিশনের শহিদুজ্জামান খান, চ্যানেল ২৪’র নুরুল আমিন রবিন, এনটিভির আব্দুল আজিজ শিশির, এখন প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, সময় টিভির বিএম ইস্রাফিল, দিনকাল প্রতিনিধি ও বিটিএসএফ’র মহাসচিব মো. আল-আমিন শাওন, নিউ এইজের এমবি কাজী নাসির, চ্যানেল এস’র খোরশেদ আলম বাবুল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সগীর হোসেন, ডিবিসির রাজিব হোসেন রাজন, বাংলা টিভির নয়ন দাস, কালেরকন্ঠের শরীফুল আলম ইমন, যমুনা টিভির এসএম শাকিল, দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ, নিউজ ২৪’র বিধান মজুমদার, ডেইলী স্টারের জাহিদ হাসান রনি, ঢাকা মেইলের আল-আমিন, ইনকিলাবের মেহেদী হাসান, সাংবাদিক শিহান, মোস্তফা প্রমূখ। এতে প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.