সবার কথা বলে

আবারও সন্মান সূচক ডিগ্রি অর্জন করেছেন: ড.মুহাম্মদ ইউনূস

0 2

আবারও সন্মান সূচক ডিগ্রি অর্জন করেছেন: ড.মুহাম্মদ ইউনূস।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

আবারও সন্মান সূচক ডিগ্রি পেয়েছেন ড.মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

গত সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় পৌঁছান প্রধান উপদেষ্টা। সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এই বৈঠকের পর দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই করা হয়। বাংলাদেশ থেকে অধিক পরিমানে কর্মী নেয়া, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় ।এ ছাড়াও মালশিয়াকে , বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে কর্ম সংস্থান তৈরির বিষয় গূলো গুরুত্ব পায় ।

সফরের প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। বার বার বাংলাদেশের জন্য সন্মান অর্জন করেছেন, বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা ড.মুহাম্মদ ইউনূস। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি । বাংলাদেশের সকল মানুষের মনে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন তিনি ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.