
ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে, ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
শুক্রবার ১৫ আগস্ট বাদ মাগরিব শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িষার পাগলার মোড়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে জন্মবার্ষিকী মিলাদ ও দোয়া উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি’র সিঃ সহ-সভাপতি – জনাব মাস্টার শাহিন হাওলাদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি – মনির মেহমুদ ভূইয়া, নড়িয়া উপজেলা বিএনপি’র যুগ্ম – সাধারণ সম্পাদক – জুয়েল ভূইয়া, নড়িয়া উপজেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক – আজিজুর রহমান হরমুজ মুন্সী, নড়িয়া উপজেলা যুবদলের, সাংগঠনিক সম্পাদক – শফিকুল ইসলাম শান্ত।
হান্নান তালুকদার – সদস্য, নড়িয়া উপজেলা বিএনপি, গনি মৃধা – সদস্য, নড়িয়া উপজেলা বিএনপি, দুলাল খাঁন – সভাপতি, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি, হেলাল হাওলাদার – সাধারণ সম্পাদক, ঘড়িষার ইউনিয়ন বিএনপি, সালাউদ্দীন খাঁন – সাধারণ সম্পাদক, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি, ইমরান চৌকিদার – সদস্য সচিব, ঘড়িষার ইউনিয়ন যুবদল, সেলিম লাকুরিয়া – সিঃ সহ-সভাপতি, ডিঙ্গামানিক ইউনিয়ন যুবদল প্রমুখ।
তাছাড়া ঘড়িষার ও ডিঙ্গামানিক ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনে সঞ্চালনায় ছিলেন: ঘড়িষার ইউনিয়ন যু্দলের – আহবায়ক, জসিম ঢালী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, দুলাল আখন – সাধারণ সম্পাদক, ডিঙ্গামানিক ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি, সাত্তার বেপারি – যুগ্ম-আহবায়ক, ঘড়িষার ইউনিয়ন যু্বদল, নুরে আলম মাঝী – ডিঙ্গামানিক ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি, মোঃ দিন ইসলাম বেপারী – সিনিয়র যুগ্ম আহবায়ক, ডিঙ্গামানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সোহাগ সরদার – ডিঙ্গামানিক ইউনিয়ন ৪নং ওয়ার্ড যু্বদল।
আলোচনা সভায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব আজও আমাদের প্রেরণা দেয়। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
শেষে দেশ ও জাতির কল্যাণ এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।