সবার কথা বলে

নড়িয়ার চামটা বিএনপির উদ্যোগে ৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ

0 5

নড়িয়ার চামটা বিএনপির উদ্যোগে ৩১ দফা দাবী বাস্তবায়নে লিফলেট বিতরণ।

মোঃ জামাল হোসেন – সংবাদের পাতা:

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি শফিকুল ইসলাম তুহিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় চামটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সহযোগীতায় গোলার বাজার প্রতিটি ব্যবসায়ী এবং বাজারে আসা মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,চামটা ইউনিয়ন এবং ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপি এবং তার অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

লিফলেট বিতরণকালে চামটা ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.