সবার কথা বলে

গৈরি আবহাওয়ার মধ্যেও নড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের র‌্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0 15

গৈরি আবহাওয়ার মধ্যেও নড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের র‌্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

এম এ জব্বার – সংবাদের পাতা:

বৃষ্টিপাত ও গৈরি আবহাওয়ার মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার ২০ আগষ্ট বিকেলে নড়িয়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিঃ সহ-সভাপতি – কাজল আহম্মেদ, নড়িয়া উপজেলা যুবদলের, সাধারণ সম্পাদক – মাহবুবুর রহমান খোকন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের, আহবায়ক – শরিফ ওহিদুজ্জামান উজ্জল, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব – বি এম আজিজুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক দলের, সহ-সভাপতি – শাকিল ঢালী, নড়িয়া উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি – নোমান চোকদার, নড়িয়া পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক – মাছুদ খান।

আরো উপস্থিত ছিলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব – রনি ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের, সিঃ যুগ্ম আহবায়ক – নুরুল আমিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের, সিঃ যুগ্ম আহবায়ক – আউয়াল চৌকিদার, নড়িয়া উপজেলা মহিলা দলের, সভাপতি – শাহিদা বেগম, পৌরসভা যু্বদলের সাধারণ সম্পাদক – আবুল বাশার শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সাহসিকতার সাথে মাঠে ছিল, আছে এবং থাকবে।”

তারা আরও বলেন, “গৈরি আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে, তারা দল ও দেশের জন্য কতটা নিবেদিত।”

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানসহ দলের উচ্চ নেতৃত্বের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.