সবার কথা বলে

নড়িয়া চাকধ থিয়েটারের আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন

0 1

নড়িয়া চাকধ থিয়েটারের আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন।

বিশেষ সংবাদদাতা – সংবাদের পাতা:

শরীয়তপুর নড়িয়া চাকধ থিয়েটারের আয়োজনে ১৮ আগষ্ট সোমবার নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা, সংগীত প্রবন্ধ ও নাটক পাট।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তুল্লাহ অঞ্চলের সমন্বয়কারী রকি আহমেদ, নড়িয়া শিল্পকলা একাডেমীর সংগীত বিষয়ক প্রশিক্ষক হালিম আজাদ, চাকধ থিয়েটারের সাধারণ সম্পাদক গৌতম কুমার জয়, সাংগঠনিক সম্পাদক লিটন বাড়ৈ, প্রচার সম্পাদক ইদ্রিস হাওলাদার, সদস্য বোরহান দেওয়ান, দেলোয়ার হোসেন,আব্দুর রহমান, বাউল শিল্পী আবুল হোসেন সহ আরো শিল্প ও নাট্য কর্মীবৃন্দ।

নাট্যাচার্যের জন্ম জয়ন্তীতে ১৮ ই আগস্ট নড়িয়া উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে আলোচনা সভা, সংগীত জীবন বৃত্তান্ত ও প্রবন্ধ, নাটক পার্ট এর আয়োজন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.