সবার কথা বলে

নোয়াখালীতে এ বি ও ব্লাড অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত

0 3

নোয়াখালীতে এ বি ও ব্লাড অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত।

রাশেদুল ইসলাম – সংবাদের পাতা:

নোয়াখালীতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রক্তদানের প্রক্রিয়াকে সহজতর করতে “এবিও ব্লাড অর্গানাইজেশন আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । স্থানীয়দের অংশগ্রহণে ব্লাড ক্যাম্পটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সোমবার (২৫ আগস্ট) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কেন্দুরবাগ বাজারে অনুষ্ঠিত এ ব্লাড ক্যাম্পে দুইশতাধিক মানুষ তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে এই সেবা প্রদান করেন। এছাড়া রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে উপস্থিত জনসাধারণকে সচেতন করেন সংগঠনের সদস্যরা।

এ বি ও ব্লাড অর্গানাইজেশনের সভাপতি- মহসিন রহমান হাবিব বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র রক্তের গ্রুপ নির্ণয় নয়, বরং সমাজে রক্তদানের সংস্কৃতি গড়ে তোলা। আমরা চাই প্রতিটি মানুষ যেন নিজের রক্তের গ্রুপ জানেন এবং প্রয়োজনে অন্যের জীবনের জন্য এগিয়ে আসেন।”

এ বি ও ব্লাড অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান মোল্লা জানান সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প অব্যাহত থাকবে। এছাড়া প্রয়োজনে রক্তের জরুরি চাহিদা পূরণে সংগঠনটি সর্বদা সক্রিয় ভূমিকা রাখবে।

“রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য জরুরি। এটি শুধু নিজের জন্য নয়, অন্যের জীবন বাঁচানোর জন্যও অত্যন্ত প্রয়োজনীয়।

এই উদ্যোগ নিঃসন্দেহে রক্তদানে অনুপ্রেরণা জোগাবে এবং স্বাস্থ্য সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই প্রত্যাশা সংগঠনের সদস্যদের ।

এতে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। সবাই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.