সবার কথা বলে

রাজশাহীতে ছোটবনগ্রামে অবৈধ স্থাপনা নির্মাণ

0 3

রাজশাহীতে ছোটবন গ্রামে অবৈধ স্থাপনা নির্মাণ।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকার রাজ্জাকের মোড়ের উপর নির্মিত একটি অবৈধ স্থাপনা স্থানীয়দের জন্য চরম ভোগান্তি ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রেনের উপর স্লাব বসিয়ে তৈরি করা এই স্থাপনা ট্রাফিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা তৈরি করছে।

স্থানীয়রা জানান, পদ্মা আবাসিক এলাকা থেকে ছোটবন গ্রামে প্রবেশের প্রধান পথটি রাজ্জাকের মোড় নামে পরিচিত। এই মোড়ের কোনায় ড্রেনের উপর অবৈধভাবে স্থাপনা তৈরি করা হয়েছে। ফলে পাশের সড়কটি পুরোপুরি আড়ালে চলে গেছে। এক দিক থেকে আসা যানবাহন অন্য দিক থেকে আসা গাড়িকে দেখতে পাচ্ছে না, যার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

নাগরিকদের মতে, যেহেতু এটি হাইওয়ে রোড এবং ভারী যানবাহন চলাচল করে, তাই যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জানা যায়, স্থাপনাটি কোনো অনুমোদিত স্থাপনা নয়। স্থানীয়রা দাবি করেছেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। তখন এটি রাজনৈতিক কার্যালয় এবং চাঁদাবাজির আখড়া হিসেবেও ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পথচারী ও পরিবহন চালকরা বলেন, “আমাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে এই অবৈধ স্থাপনা। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে এটি সরিয়ে ফেলা।”

তাঁরা আরও বলেন, যদি কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা না নেয়, তবে এলাকাবাসীকে আন্দোলনে নামতে বাধ্য হতে হবে।

সচেতন মহল মনে করছে, জনস্বার্থে ও দুর্ঘটনা এড়াতে নগর কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে এই স্থাপনাটি উচ্ছেদ করা প্রয়োজন। তা না হলে যেকোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.