সুবর্ণচরে এস এস সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ।
রাশেদুল ইসলাম - সংবাদের পাতা:
নোয়াখালীর সুবর্ণচরে এস এস সি ২০২৫ পরিক্ষায় (জিপি -এ 5) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৭ আগস্ট) সকালে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে - বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ও তানভীর আহমেদের যৌথ সঞ্চালনায়, বিদ্যালয়ের সভাপতি, এডভোকেট এ এন এম এনাম হোসেন মঞ্জুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, সাবেক বৃহত্তর চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া,চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বিকম,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল,ডেসটিনি কলেজের প্রভাষক আলা উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এম এস ফরিদ আখতার, মোহাম্মদপুর পরিবার পরিকল্পনার পরিচালক মোহাম্মদ আলী রিপন, সহ শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।
উক্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী তামজিদ কে নগদ অর্থ পুরস্কার সহ সংবর্ধনা তুলে দেন অতিথিরা।
এর আগে বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এনাম হোসেন মঞ্জুর ঘোষণা দিয়েছেন যারা এস এস সি পরিক্ষায় জিপি এ ৫ পাবে তাদের কে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তাই উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার শিক্ষার্থী তামজিদ হোসেনের হাতে তুলে দেন। এতে শিক্ষার্থী সহ তার অভিভাবক আনন্দিত।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের এই বছরের শিক্ষার হার তুলনামূলক ভাবে ভালো কারণ এই বছর পুরো সুবর্ণচরে চরক্লার্ক উচ্চ বিদ্যালয় তৃতীয় হয়েছে এটি গর্বের বিষয়। আমরা আশা করি আগামী বছরে এই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষার্থী এস এস সি পরিক্ষা জিপিএ-৫ পাবে।
তাছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এডভোকেট এ এন এম এনাম হোসেন মঞ্জুর একজন অসহায় এস এস সি পরিক্ষার্থীর পড়াশোনা খরছের দ্বায়িত্ব নেন। তিনি সভাপতি হওয়ার পর থেকে বিদ্যালয়ের উন্নয়নের ধারা ক্রমান্বয়ে উন্নয়ন হচ্ছে।