
বাবা ও মেয়ে একসাথেই সড়ক দুর্ঘটনায় নিহত।
জামাল উদ্দিন - চট্টগ্রাম
সংবাদের পাতা:
ঢাকা চট্টগ্রাম গ্রাম মহাসড়কে মিরসরাই ঠাকুর দীঘি বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভারভ্যান এর পেছনে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে কারে থাকা বাবা মেয়ে ঘটনাস্থলে মারা যায়। কার ড্রাইভার সহ মোট চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাটি আজ শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে ঘটে। ঢাকা থেকে আসা চট্টগ্রাম গামী প্রাইভেট কারটিতে থাকা বাবা ও তাঁর তিন বছরের কণ্যা ঘটনাস্থলে মারা যান।মিরসরাই ফায়ার সার্ভিস এর মাধ্যমে লাশ গুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং দ্রুত এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কাভারভ্যান চালক এই মুহুর্তে পলাতক রয়েছেন তবে দ্রুত তাকে আটক করার জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন।