সবার কথা বলে

জীবন যুদ্ধে আমি পরাজিত এক সৈনিক

0 16

জীবন যুদ্ধে আমি পরাজিত এক সৈনিক
কবি জামাল

রাঙ্গিয়েছি আমি বহু জীবন, সাজিয়েছি বহু ঘর
ক্ষণে ক্ষণে মনে বিষাদ আটিয়া ক্ষয়ে গেছে কত স্বর
আমি দু:খের সীমানায় আগুন্তুক এক টুকরো খড়
যা কেবলি উড়িয়া ঘুরিয়া চলিতে ভাঙ্গিতে নড়বড়।

আমি সুখের দামে দু:খ কিনে করছি দিনাতিপাত
জানিনা কোথায় কবে কী কখন কীভাবে হইবে রাত
বিধিকে স্মরণ করি গো এখন কেমনে হইবো পার
জীবনের আলো নিভু নিভু প্রায়, হতাশায় সময় যার।

জীবন বিলায়ে পেলাম কোলে এক গুচ্ছ ক্লেদ
ভালোবাসার কড়িতে পেলাম তুচ্ছ তুমূল ভেদ।
জীবনের এই উদাস দুপুরে ভেঙ্গে গেলো যে ছাতা
কি করে তা জোড়া নেবে আর, মেকানিক যে ভোঁতা।

সকাল সাঁঝে বিহনে দহনে কেটে যাবে হয়তো বেলা
চক্ষু মেলিয়া দেখিবো সেথা যতই কর তুমি হেলা
বাঁচিবো যতই দিবা জোৎস্না বলবো হে দয়াময়
দিয়োনা কবু বৃক্ষের মনে দাগ করোনা তাদের ক্ষয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.