
বালিয়াডাঙ্গীতে ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু।
মোঃ সাইফুল ইসলাম
বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যুনঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া হাজি পাড়া গ্রামের ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাকে মমিনুল ইসলাম (২২ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের একটি ইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম ৩ নং ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া হাজি পাড়া গ্রামের আহমদ আলীর ছেলে।
স্বজন ও এলাকাবাসী তারি একেই ম্যাচে থাকা বুন্ধুর সূত্রে জানা যায় আজ শুক্রবার সকালে ফুটবল খেলতে যান মমিনুল ইসলাম বন্ধুদের সাথে। ফুটবল লাথি মারার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে মাটিতে পড়ে যায় মমিনুল ইসলাম। পরে তার খেলার বুন্ধরা মিলে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ।
মমিনুল ইসলাম ঠাকুরগাঁও সরকারি পলেটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল ।এর বন্ধুরা বলেন, ‘এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি।
মমিনুল ইসলাম এর বন্ধুরা বলেন, ‘আমরা ম্যাচ মেন মিলে শুক্রবার ছুটির দিনে ইস্কুল মাঠে ফুটবল খেলতে যাই। শুক্রবার আজকেও মমিনুল ইসলাম আমাদের সঙ্গে ফুটবল খেলতে ইস্কুল মাঠে আসেন। পরে ফুটবলে লাথি মারলে হার্ট অ্যাটাকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
বালিয়াডাঙ্গী সদর থানার অফিসার ইনচার্জ দুরুল দুহা বলেন, ‘শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের একটি ইস্কুল মাঠে ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি।’