সবার কথা বলে

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন

0 12

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন।

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন হয়েছে। রাজশাহী মোহনপুর উপজেলায় , ২১ সেপ্টেমবর রবিবার বেলা ১১টার সময় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ( পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ( ওয়াইপিএজি), মোহনপুর, রাজশাহী আয়োজনে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি “এখনই পদক্ষেপ গ্রহন করি শান্তিময় বিশ্ব গড়ি” আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মহবতপুর বাজারে মানববন্ধন ও মহবতপুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন কো- অর্ডিনেটর প্রধান শিক্ষক আব্দুল আলীম শেখ , পিচ এ্যামব্রেসেডর মোঃ ইলিয়াস হোসেন, পি. এফ. জি সদস্য আজিবর রহমান, প্রভাষক ওয়াকিবুর রহমান, মুতাকিম আল্মে সোহেল, এরশাদ আলী, মোছাঃ ববিতা খাতুন সহকারি শিক্ষক নাছিমা খাতুন সহ এলাকার আরও অনেকে ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.