
জামালপুরে স্বামীকে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ।
স্টাফ রিপোর্টার - সংবাদের পাতা:
জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার গ্রামের বাড়ি বেড়াতে আসেন নববধূ। সেখানে স্বামীকে বেঁধে রেখে ওই নববধূকে গণধর্ষণ করেন ৪ যুবক। এ সময় ভিডিও ধারণ করে পুনরায় কুপ্রস্তাব দেওয়া হয় সেই নববধূকে।
ঘটনাটি গত ১৭ জুন রাতে ঘটে। এ ঘটনার ৩ মাস পর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে। মামলার পর ১ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
জনা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১৮ বছরের এক তরুণী পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। বিয়ের কিছুদিন পর ঈদের ছুটি কাটাতে বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। ১৭ জুন রাতে স্বামী-স্ত্রী বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একই গ্রামের চার যুবক দম্পতির কাছে জানতে চায় বিয়ের কাবিননামা আছে কিনা। এ কথা বলেই স্বামীকে পিটিয়ে আহত করে বেঁধে রাখে এবং তার স্ত্রীকে পাশের স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।নববিবাহিত দম্পতি লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রেখে ঢাকায় চলে যান।
কিন্তু ধারণ করে রাখা ধর্ষণের ভিডিও তরুণীকে পাঠিয়ে আবারও কুপ্রস্তাব দেয় ধর্ষকরা। বিষয়টি তরুণী তার মাকে জানালে তার মা বাদী হয়ে তিন মাস পর গত ২০ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন- চকারচর গ্রামের শাহাজলের ছেলে আলিম (২৭), শিক্ষক কবিরুল মাস্টারের ছেলে বিদ্যালয় ঝাড়ুদার রিপন (২৬), আমের আলীর ছেলে বিপ্লব (২৬) ও মিরাজুলের ছেলে খলিল (২৫)।
ওই নববধূর মা জানান, সপরিবারে তারা ঢাকায় বসবাস করেন। গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা। স্থানীয় প্রভাবশালীর ছেলেরা তার মেয়েকে গণধর্ষণ করে। ভিডিও দেখিয়ে পুনরায় কুপ্রস্তাব দিলে বিষয়টি তার মেয়ে তাকে জানায়। তিনি মামলা করেছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান, ৪ জনের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।