
নড়িয়ায় পিআর সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বি/ক্ষো/ভ মিছিল।
এম এ জব্বার - সংবাদের পাতা:
শরীয়তপুরে নড়িয়ায় জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নড়িয়া উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নড়িয়া উপজেলা মডেল মসজিদের সমনে থেকে মিছিলটি শুরু করে নড়িয়া বাজার বটতলা এসে সমবেত হয়ে বক্তব্য রাখেন জেলা এবং উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সূরা সদস্য আমিন মাসুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পশ্চিম নায়েবে আমীর মোরশেদ খান, উপজেলা পূর্বে সেক্রেটারী কাউসার হাওলাদার, উপজেলা পশ্চিম সেক্রেটারী হাসান মাহমুদ সহ উপজেলা বিভিন্ন স্থানের নেতাকর্মীরা।
উপজেলা পূর্ব আমীর হাফেজ মাওলানা কাজী আবুল বাশারের সভাপতিত্বে ও উপজেলা পশ্চিম আমীর ইঞ্জিনিয়ার কাহেদ নজরুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আমীর মাওলানা মাসুদুর রহমান এবং জেলা কর্ম পরিষদের সূরা সদস্য আমিন মাসুদ।
এসমাধি প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাসুদুর রহমান বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এসময় বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।