
বান্দরবানে পূজামন্ডপ পরিদর্শনে আনসার পরিচালক মইনুল ইসলাম।
আশিকুর রহমান হৃদয় - সংবাদের পাতা:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে পার্বত্য বান্দরবান জেলার ৩২টি পূজা মন্ডপে জাঁক-জমক ভাবে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। পূজা মন্ডপে চলছে ব্যাপক আয়োজন। আর এই পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন ১০ আনসার ব্যাটালিয়ন পরিচালক এবং (অতিরিক্ত দায়িত্ব) পার্বত্য বান্দরবান জেলা কমান্ড্যান্ট মোঃ মইনুল ইসলাম বিএএম, পিএএম।
বুধবার (১ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তার বিষয় খোঁজ-খবর নেন। নির্ভয় হিন্দু সম্প্রদায়ের প্রতি পূজা পালনের আহ্বান জানান এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তা আশ্বাস দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, পার্বত্য বান্দরবান জেলার সার্কেল এ্যাডজুট্যান্ট মো: আবিদুল হাসান শিমুল, বান্দরবান ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মোশারফ হোসেন মানিক, বান্দরবান সদর উপজেলা আনসার-ভিডিপি'র কর্মকর্তা লাকি বড়ুয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন, হাফেজঘোনা শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সভাপতিসহ পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ১০ আনসার ব্যাটালিয়ন বান্দরবানের পরিচালক মোঃ মইনুল ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের দিক নির্দেশনায় শারদীয় দূর্গাপূজা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৩১ হাজার ৫৭৬ টি মণ্ডপে আনসার-ভিডিপি'র প্রশিক্ষণপ্রাপ্ত দুই লক্ষধিক সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বান্দরবান জেলার সাতটি উপজেলায় ৩২টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি'র ২২০ জন সদস্য মোতায়েন করা হয়েছে। (২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর) পর্যন্ত টানা নয়দিন তারা এ দায়িত্ব পালন করবেন।
এছাড়া তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ১৪টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে এবং বাকি ১৮টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ছয়জন করে আনসার ভিডিপি'র সদস্য মোতায়েন করা হয়েছে।