
শিক্ষক দিবসে সংবর্ধনা পেলেন দুই প্রবীন শিক্ষক।
জামাল উদ্দিন – নিজস্ব প্রতিনিধি
(মিরসরাই – চট্টগ্রাম):
শিক্ষকতা মহান পেশা, এই পেশায় জড়িত ব্যাক্তিবর্গ জীবনের অন্তিম সময়েও পেয়ে থাকেন বুক ভরা সম্মাননা। মানুষ গড়ার এই কারিগরগণ সর্বদা থাকেন উচ্চ আশিনে। তারই প্রতিকৃতি ঘটলো মিরসরাই। অবসরপ্রাপ্ত দুই প্রধান শিক্ষককে সংবর্ধনার মাধ্যমে পালন করা হলো এবারের বিশ্ব শিক্ষক দিবস।
গত ৫ অক্টোবর রবিবার ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করেন বৃহত্তর চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান মিঠাছড়া উচ্চ বিদ্যালয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসন, বিশেষ অথিতি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ,সাবেক সহকারী প্রধান শিক্ষক আশুতোষ দাশ, বিদ্যালয়ের সভাপতি জনাব আনোয়ারুল হক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জনাব হেলাল উদ্দিন, বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলি ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ।
সকলের উপন্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন এবং প্রবীন সবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ দাশ কে সংবর্ধিত করে বিশ্ব শিক্ষক দিবস টি যথাযথ মর্যাদায় সাথে পালন করেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়।
এ সময় প্রধান অথিতির বক্তব্যদানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার এমন সুন্দর ও সম্মানসূচক আয়োজনের জন্য অত্র প্রতিষ্ঠানের ও বর্তমান প্রধান শিক্ষক জামশেদ আলমের প্রসংশা করে বলেন, এমন সুন্দর আয়োজনের মধ্য দিয়ে বাকি শিক্ষকগনের মনে উৎসাহ ও উদ্দীপনা জাগ্রত হবে।