
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে নড়িয়ায় মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এম এ জব্বার - সংবাদের পাতা:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় নড়িয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল কাইয়ুম খান।
দিনব্যাপী আয়োজনে স্থানীয় ফায়ার সার্ভিস, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া যায়, কিভাবে প্রাথমিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়—তা হাতে-কলমে দেখানো হয় মহড়ায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবার, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে।”
আয়োজনটি দুর্যোগ ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।