
ঘড়িষার ইউনিয়ন যুবদলের ৬ ও ৭ নং ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত।
এম এ জব্বার – সংবাদের পাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘড়িষার ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার ১০ অক্টোবর বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাড়ৈপাড়া মেম্বার ঘাটে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষনা করা হয়।
এসময় কর্মী সভায়, ৭নং ওয়ার্ডের যুবদলের সভাপতি – আফতাব খাঁন সোহেল, সাধারণ সম্পাদক – নওশেদ সরদার ও সাংগঠনিক সম্পাদক – বোরহান মোল্লা’কে ঘোষণা করা হয়। তাছাড়া ৬নং ওয়ার্ড যুবদলের কমিটিতে সভাপতি হিসেবে, জানু মকদম, সাধারণ সম্পাদক – জসিম ঢালী ও সাংগঠনিক সম্পাদক – জালার মোল্লা’কে ঘোষণা করা হয়।
উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি-আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
এসময় বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি, মোঃ ফজলুল ওয়াহেদ নিক্সন খান, সাধারণ সম্পাদক – মাহবুবুর রহমান খোকন, সহ-সভাপতি – মোঃ জাহাঙ্গীর রাড়ী, ঢাকা মহানগর তেজগাঁও থানার আহবায়ক – জালাল মোল্লা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহবায়ক – মোঃ জসিম ঢালী এবং সঞ্চালনায় ছিলেন, ঘড়িষার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব – মোঃ ইমরান চৌকিদার।
উক্ত আয়োজনে প্রধান বক্তা ছিলেন, নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক – শফিকুল ইসলাম শান্ত।
কর্মীসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, বিএনপির ৩১ দফা আন্দোলন বাস্তবায়ন এবং তারেক রহমানের নির্দেশনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময় যুবদলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের স্বার্থে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঘড়িসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি – হরমুজ মুন্সি, ইউনিয়ন যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক – পলাশ রাড়ী, যুগ্ম আহবায়ক – আকরাম বেপারী, ঘড়িষার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক – বোরহান করিব, স্বেচ্ছাসেবক দলের ঘড়িষার ইউনিয়নের সিঃ যুগ্ম আহবায়ক – মাস্টার আবুল কাসেম, নড়িয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি – আলাউদ্দিন মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক – ফারহানা মনি, নড়িয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা – মমতাজ বেগম,
নড়িয়া পৌরসভা মহিলা দলের সভানেত্রী – শাহনাজ বেগম।
এছাড়াও ইউনিয়ন যুবদল ও বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।