সবার কথা বলে

নড়িয়ায় চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ

0 32

নড়িয়ায় চরাঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে প্রাণি বিতরণ।

এম এ জব্বার – সংবাদের পাতা:

নড়িয়া উপজেলার চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত সুফলভোগীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার ১৫ অক্টোবর সকালে নড়িয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চরাঞ্চলের নির্বাচিত সুফলভোগীদের মাঝে এ প্রাণি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

এসময় ৭৫ জন সুফলভোগীদের মাঝে ৩টি করে মোট ২২৫ টি ভেড়া বিতরণ করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা – ডাঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা – ডাঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি অফিসার – মোঃ সবুজ চৌধুরী, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি – আঃ খালেক পেদা ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ সেবা প্রদানকারী কর্মীরা।

এ প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহায়তা দেওয়া হচ্ছে। এতে করে চরাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সরকারের এই প্রকল্প সরাসরি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখবে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে।”

সুফলভোগীরাও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রকল্পের সুফল কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.